Lyrics

হাত বাড়ালেই বন্ধু হব

এক পলক তাকালেই
এক কদম এগোলেই
এক ঝলক হাসলেই
ফুরাবে সকল দাবি

হাত বাড়ালেই বন্ধু হব
চলার পথে সাথী হব
চলার পথে সাথী হব
হাত বাড়ালেই বন্ধু হব

অনেক সূর্যদয়ে
অনেক অস্তাচলে
অনেক অমানিশায়
তোমার সাহস হব

হাত বাড়ালেই বন্ধু হব
চলার পথে সাথী হব
চলার পথে সাথী হব
হাত বাড়ালেই বন্ধু হব

জোছনা ধোঁয়া রাতে
ফেরারি জোনাক জ্বেলে
শত ব্যথা ক্ষত
দুজনে ধরব মেলে

হাত বাড়ালেই বন্ধু হব
চলার পথে সাথী হব
চলার পথে সাথী হব
হাত বাড়ালেই বন্ধু হব

 


গীতিকবি: লতিফুল ইসলাম শিবলী

 

 

Related posts

Follow us on Instagram