এই কোলাহল এই লোকালয়
এত প্রিয়জন কেউ কারো নয়
জেনে রেখো শুধু
জীবনের ডাইরীতে অদৃশ্য কালিতে
একটি সত্য আছে লিখা
মানুষ বড় একা
কত ব্যস্ততায় নিজেকে জড়ালে
কত প্রয়োজনে তুমি নিজেকে বিলালে
একবার ভেবে দেখো শুধু
পাওয়ার হিসেবে তুমি কতটুকু পেলে
জীবনের ডাইরীতে অদৃশ্য কালিতে
একটি সত্য আছে লিখা
মানুষ বড় একা
তোমার সাজানো পৃথিবী জুড়ে
তোমার ই আপন সুখ আপন ক্ষত
এইখানে তুমি বড় একা
সাগরের নি:স্বঙ্গ দ্বীপের মত
জীবনের ডাইরীতে অদৃশ্য কালিতে
একটি সত্য আছে লিখা
মানুষ বড় একা
গীতিকবি: লতিফুল ইসলাম শিবলী