ভালোবেসে জীবনে যাকে প্রথম চুম্বন করেছি
তার কাছ থেকে পেয়েছি দুরারোগ্য ব্যাধি
মসৃণ পেলব ফর্সা ত্বকের আড়ালে
শিরায় শিরায় রক্তে লুকায়িত ছিল ‘বিষ’
তাড়া খাওয়া তৃষ্ণার্ত বন্য পশুর মতো
আমি আকণ্ঠ পান করেছি সেই বিষ।
হায় আমার অদৃষ্ট !
আমি তো পাহাড়ের কাছে কখনো জানতে চাইনি তার বয়স
প্রাচীন বৃক্ষের গোড়ায় প্রস্রাব করে বেয়াদবি করিনি
ভরা পূর্ণিমায় নদীর জলে কখনো দেখিনি মুখ
চটি পায়ে প্রবেশ করিনি অরণ্যের গভীরতায়
সূর্যকে পেছনে রেখে কখনো খুঁজিনি
সামনে এগোনোর পথ ।
শুধু একবার সেই কবে-
নারীর চোখের গভীরতার কাছে আকাশের ক্ষুদ্রতা দেখে
অহংকারীর মতো আকাশকে গালি দিয়েছিলাম,
প্রকৃতি, আমাকে মার্জনা করো
আর কোনো রমণীর কাছে ছোট করব না
তোমার বিশালতা
আর কোনো ভুল অশ্রুর ফোঁটা জিহ্বায় নিয়ে
খুঁজব না সমুদ্রের লবণাক্ততা।
আমি না জেনে না বুঝে
অন্যায় করেছি প্রকৃতি
আমার প্রথম প্রেম
গোপনে গোপনে নির্মাণ করেছে
আমার প্রথম পাপ।