কখনও কোন পথের মাঝে
দেখা হয়ে যায় যদি
জানতে চেওনা আমি কেমন আছি
আমাকে দেখে তুমি বুঝে নিও
কত কষ্টে আছি
কত কষ্টে আছি
কত কষ্টে কষ্টে
এই চোখের জলে সাগরটা ব্যাথা পেয়ে
হয়ে গেছে বড় বেশি লোনা,
রক্তক্ষরণে বুকটাতে এত ক্ষত জমে গেছে
এই বুকটাকে আর যায়না যে চেনা।
কত কষ্টে আছি
কত কষ্টে আছি
কত কষ্টে কষ্টে
ঝড়ো বাতাসে মোম
জ্বলে জ্বলে শেষ হয়ে যায়
বাঁচার পথটি তবু
খুঁজে নিতে চায়।
আমার এ দু চোখ শুধু
আঁধারের রুপ দেখে
নি:শেষ হয়ে শেষ খুঁজে
তুমি কোথায়।
কত কষ্টে আছি
কত কষ্টে আছি
কত কষ্টে কষ্টে।
গীতিকবি: লতিফুল ইসলাম শিবলী