আমার ই মত করে আত্নহারা
ফেরারী গোধুলী ছোয়া পাখি
আমার ই মত করে সঙ্গীহারা
একা(২) দৃষ্টির সীমানায় কেই নেই আজ
একা(২) চোখের এ জলে হৃদয় একাকার
এ বর্ষা আপন হবে বুঝিনি ভাবিনি
এ জোছনা মলিন হবে কখনো ভাবিনি
এসে দাড়াবে পাশে আমার
জুড়িয়ে দেবে বুকের হাহাকার
একা(২) দৃষ্টির সীমানায় কেই নেই আজ
একা(২) চোখের এ জলে হৃদয় একাকার
রোদেলা দুপুর মন জুড়ে শিশিরের কথা কয়
স্বপ্নপুব এক আমি এ আমার রাত হয়
এসে দাড়াবে পাশে আমার
জুড়িয়ে দেবে বুকের হাহাকার
একা(২) দৃষ্টির সীমানায় কেই নেই আজ
একা(২) চোখের এ জলে হৃদয় একাকার
গীতিকবি: লতিফুল ইসলাম শিবলী