যখন রাত নেমে আসে
রাতের মতন
যখন ব্যথাগুলো জাগে
ক্ষতের মতন
তখন আয়নায় দাঁড়ালে
যাকে আমি আমি দেখি
সেতো পোড়া কাঠ
আর একমুঠো ছাই
জেনে রেখো তুমি
আমি ভালো নেই . . . ।।
যখন জানালা ছুয়ে জল
যখন কান্নারা ঝরে অবিরল
তখন নিজেকে নিজেই খুঁজি
পুরোনো আমাকে
জেনে রেখো তুমি
আমি ভালো নেই . . . ।।
যখন দূরে পাতা ঝরা রোদ
যখন স্মৃতিরা নেই প্রতিশোধ
তখন নিজের ছায়ায় খুঁজি
এখনও তোমাকেই
জেনে রেখো তুমি
আমি ভালো নেই . . . ।।
গীতিকবি: লতিফুল ইসলাম শিবলী