Poems

আমাকে চিনে নিও

আমাকে চিনে নিও

তোমাকে দেখার জন্য দাড়াই
আয়নার সামনে-
খুঁজি, আমার ভেতরে কোথায় তুমি?
প্রতিবিম্বের কোন অতলে লুকিয়ে আছো?

তোমাকে খুঁজতে আয়না ভাঙ্গি প্রতিদিন,
মুষ্টিবদ্ধ হাত আর কপাল দিয়ে
সজোরে মারতে থাকি কাঁচে,
রক্তমাখা কাঁচগুলো ঝুর ঝুর করে ঝরে পরার
ঠিক আগ মুহূর্তে এক ঝলক তোমার দেখা মেলে।

এ কেমন খেলা!
নিজেকে না ভাংলে মেলেনা তোমাকে!
আবারো খুঁজতে থাকি এতগুলো ভাঙ্গা টুকরোর ভেতরে
কোনটা আসল তুমি।
হায় প্রেম, তোমাকে ভেবেই বুকে জড়িয়ে ধরি
অযুত তীক্ষ্ণধার কাঁচের ফলা।

তুমি?
লক্ষ টুকরোর মাঝে এক অপার সম্ভাবনা।

আমি?
ক্ষতবিক্ষত হাত রক্তাত্ব কপাল আর বুক দেখে
জনারণ্যে চিনে নিও তোমার- প্রেমিক ।

Related posts

Follow us on Instagram