Event

admin

সারা বছর আমার পাঠক আর বন্ধুদের সাথে দেখা হওয়ার মত একটা জায়গা হয়েছে এখন। বাংলাবাজার থেকে আমার প্রকাশক নালন্দা এখন এলিফেন্ট রোড,কাঁটাবনের মোড়ে।

ব্যাপক আয়োজনে তৈরি হয়েছে ‘’নালদা লাইব্রেরী উইথ ক্যাফে’’। আছে বই আর কবিতা নিয়ে আড্ডার দারুণ ব্যবস্থা । আমি প্লান করেছি মাসে অন্তত একটা আড্ডা দিবো আমার পাঠকদের সাথে । তখন কবিতা আবৃতিও হতে পারে ।

যাই হোক, বইমেলার জন্য আর সারা বছর অপেক্ষা করতে হবে না ,আমার পাঠকদের সাথে আমার এখন মেলা হবে প্রতি মাসেই ।

দেখা হবে কাটাবনের মোড়ে ,ইনশাল্লাহ ।