মাথার উপরে যে শূন্যতা তার নাম আকাশ
বুকের ভেতরে যে শূন্যতা তার নাম দীর্ঘশ্বাস …….
যে বুক ধারন করে আছে মহাজাগতিক শূন্যতা
বলতে পার তার দীর্ঘশ্বাসের দৈর্ঘ্য ?
বলতে পার কত আলোকবর্ষ পার হয়ে এলে
একটা দীর্ঘশ্বাস নক্ষত্র হয়ে যায় ?
অন্ধকার রাতের আকাশে সেইসব নক্ষত্রেরা
পিট পিট জ্বলে জ্বলে জানান দেয়-
‘একদা আমরা তোমার বুকের পাজরের গরাদে
বন্দি হয়ে ছিলাম’
মাথার উপরে যে শূন্যতা তার নাম আকাশ
বুকের ভেতরে যে শূন্যতা তার নাম দীর্ঘশ্বাস ।