Lyrics

মানুষ বড় একা

এই কোলাহল এই লোকালয়
এত প্রিয়জন কেউ কারো নয়
জেনে রেখো শুধু
জীবনের ডাইরীতে অদৃশ্য কালিতে
একটি সত্য আছে লিখা
মানুষ বড় একা

কত ব্যস্ততায় নিজেকে জড়ালে
কত প্রয়োজনে তুমি নিজেকে বিলালে
একবার ভেবে দেখো শুধু
পাওয়ার হিসেবে তুমি কতটুকু পেলে

জীবনের ডাইরীতে অদৃশ্য কালিতে
একটি সত্য আছে লিখা
মানুষ বড় একা

তোমার সাজানো পৃথিবী জুড়ে
তোমার ই আপন সুখ আপন ক্ষত
এইখানে তুমি বড় একা
সাগরের নি:স্বঙ্গ দ্বীপের মত

জীবনের ডাইরীতে অদৃশ্য কালিতে
একটি সত্য আছে লিখা
মানুষ বড় একা


গীতিকবি: লতিফুল ইসলাম শিবলী

 

Related posts

Follow us on Instagram