Poems

সূর্যমুখী

সূর্যমুখী

তোমার জন্য দেয়ালে দেয়ালে
লালে লাল প্রতিবাদ
যুদ্ধে জয়ী ঘোড়সওয়ার
এনে দিল সংবাদ,
তোমার জন্য পরাধীন দেশে
পতাকার অভিমান
তোমার জন্য খরা ফসলের
বৃষ্টি ভেঙেছে মান।

তোমার জন্য মান্তুমাসির
লকলকে পুঁইগাছ
তোমার জন্য দস্যিশিশুর
মাতাল হাওয়ার নাচ

তোমার জন্য ভিয়েতনামে
মার খেয়েছে মোড়ল
তোমার জন্য নবজাতকের
মুখে ফুটেছে বোল

তোমার জন্য প্রথম দাবি
উত্তাল রাজপথ
তোমার জন্য সাজোয়া বহর
মাথা নুয়ে নেয় শপথ

তোমার জন্য প্রথম সকাল
প্রথম পাওয়ার সুখ
তোমার জন্য স্বৈরশাসক
গোলাপ ভালোবাসুক

তোমার জন্য জীবন বাজি
উদ্দাম রণসাজ
তোমার জন্য সীমান্তজুড়ে
দামামা কুচকাওয়াজ

আমার জন্য তুমি শুধু
আমারই জন্য তুমি
তোমার জন্য সবুজ আমি
গভীর বনভূমি

তোমার জন্য গায়ক আমি
কণ্ঠ ছেড়ে দিলাম
তোমার জন্য বিদ্রোহী কবি
নজরুল ইসলাম।

Related posts

Follow us on Instagram