Lyrics

শোক হোক শক্তি

কারো হারিয়ে গেছে বাবা
কারো হারিয়ে গেছে মা
সেই ছেলেবেলা হারিয়ে গেছে
কারো বোন –নিলিমা
সহপাঠী কারো হারিয়ে গেছে
হারিয়ে গেছে ভাই
দাদুর আদর হারিয়ে গেছে
কারও নানু বেঁচে নাই
হারিয়ে গেছে সহযোদ্ধা
গুলি খেয়ে সীমান্তে
হয়তো তুমিও হারিয়ে যেতে
সবারই অজান্তে
সব হারানোর বেদনা থেকে
খুঁজে নাও সমবেদনা
পাবে কষ্ট থেকে মুক্তি
শোক হোক শক্তি

ঝড়ঝঞ্জা খরা প্লাবণে
মাঘের শীত আর নদী ভাঙনে
হারিয়ে গেছে অনাহারী শিশু
হারিয়ে গেছে মা
যুদ্ধ দাঙ্গা মহামারীতে
আকাশ বাতাস আহাজারীতে
দুর্ঘটনায় কত প্রাণহারা
বেওয়ারিশ ঠিকানা

অভিমান বুকে জ্বলে পুড়ে ধুকে
মরে গেছে কত কবি
দিন বদলের স্বপ্ন মাখা
রেখে গেছে তাঁর ছবি
প্রিয়তমা কারো হারিয়ে গেছে
বলতে পারার আগে
বুকের মাঝে আগুন পুষে
কেউবা রাত্রি জাগে
কবরের বুনো ঘাসফুল তুলে
কারো চোখে আসে জল
বোবা আর্তি জানে তাঁর শুধু
বালিশ ও আচল
পুরনো ছবির অ্যালবাম খুলে
কারো চোখে আসে জল
দুঃখ লুকাতে হাসির আড়ালে
কেউ করে মিছে ছল
সব হারানোর বেদনা থেকে
খুঁজে নাও সমবেদনা
পাবে কষ্ট থেকে মুক্তি
শোক হোক শক্তি . . .


গীতিকবি: লতিফুল ইসলাম শিবলী

Related posts