Poems

রহস্যকাব্য

রহস্যকাব্য

তুমি আমার আকাশ নও
মাথায় নিয়ে ঘুরি
পানির মত শীতল তুমি
তবুও আগুনে পুড়ি,

তোমার থাকার জায়গা নেই
বুক পকেটে থাকো !
কমছে আমার চোখের পাওয়ার
চশমার ফ্রেমে থাকো !

দিনে তুমি ছায়াসঙ্গী
রাত্রিতে হও আঁধার
বুকে নিয়ে কাঁধখানি দাও
সময় হলে কাঁদার,

তোমাকে নিয়ে লিখছি না
তোমাকে দিয়ে লিখছি
তোমার জন্য লিখছি না
তোমারই জন্য লিখছি ।

তুমি আমার কলম না
ব্যথার উপর মলম না
তবে তুমি কি?
এক জীবনে জানতে চেয়ে
প্রশ্ন রেখেছি ।

Related posts