Lyrics

মান্নান মিয়ার তিতাস মলম

প্রতি রোববারে তেবারিয়ার হাটে
তেবারিয়ার হাটে তেঁতুলতলায়
২৫ বছর ধরে এক জায়গায় বসে
হৃদয়ের ক্ষত আছে যার যত
মালিশ ঢেকে দেয় রক্তক্ষরণ
দিয়ে গেছে উপশম সারাটা জীবন
মান্নান মিয়ার তিতাস মলম।

তিতাসের বুকে জন্ম যে তার
নাম দিয়েছে তাই তিতাস
দুটাকা মূল্যের এই মহা ঔষধ
হৃদয়ের ক্ষত সব করে বিনাশ।
মান্নান মিয়ার তিতাস মলম।

রোগ থেকে যদি কেও পেতে চাও মুক্তি
মেনে নাও লোকটার এই মহা যুক্তি
পোড়া বুকে আর পোড় খাওয়া মনে
তেবারিয়ার হাটে এসো সব জনে জনে
মান্নান মিয়ার তিতাস মলম।

গোপন ফর্মুলা আছে একটা
দেশীয় লতাপাতা আর নির্যাস
স্বপ্নে পাওয়া কোনো ঔষধ নয়
উত্তরাধিকার সূত্রেও নয়
মান্নান মিয়ার তিতাস মলম।

 


গীতিকবি: লতিফুল ইসলাম শিবলী

 

Related posts

Follow us on Instagram