Lyrics

মাঝে কিছু বছর গেলো

মাঝে কিছু বছর গেলো
স্মৃতিগুলো এলোমেলো
তারে ভোলা গেলো না
যে আগুনে পুড়ছি আমি
সে আগুনে পুড়ছে জানি
যারে ভোলা গেলো না
তারে ভোলা গেলো না

কত রাত দুচোখে স্বপ্ন এঁকে
মায়াবী কাজল মেখে
খুঁজেছি তোমার ই ছায়া
যত টা চেয়েছি বোঝাতে
বোঝনি কখনও
চলে গেছো একাকী ফেলে

বহুদুর যেতে যেতে নীরবে
ছুঁয়ে গেছি কত পথ
বুকে নিয়ে তোমারই শপথ
ফেরারি পুরনো ধূপছায়ায়
খোঁজো কি আমাকে
এখনও সেই নীবির মায়ায়

মাঝে কিছু বছর গেলো
স্মৃতিগুলো এলোমেলো
তারে ভোলা গেলো না
যে আগুনে পুরছি আমি
সে আগুনে পুড়ছে জানি
যারে ভোলা গেলো না
তারে ভোলা গেলো না

 


গীতিকবি: লতিফুল ইসলাম শিবলী

 

Related posts

Follow us on Instagram