তুমি যার হৃদয়ে আমার জন্য
তুলে দিয়েছ ঘৃণা –
আমি তার কাছ থেকে কষ্ট পেতে ভালোবাসি
তাই বার বার তারই কাছে ছুটে আসি ।
তুমি যার হৃদয়ে আমার জন্য
তুলে দিয়েছ ভালোবাসা……
জানি ভালোবাসা রূপে আল্লাহ তুমিই
লুকিয়ে আছো তার হৃদয়ে……
আমি তার পিছু পিছু হেটে যাই বহুদূর
তার পদচিহ্ন খুঁজে খুঁজে সেখান থেকে
তুলে নেই মুঠো মুঠো ধুলো
সে ধুলো গায়ে মেখে পবিত্র হই……
সে যদি মানুষ হয়, মানুষ
কুকুর হলে, কুকুর ।