Poems

বাবার কাঁধে ছেলের কফিন

বাবার কাঁধে ছেলের কফিন

ছুটি শেষে দৌড়ে এসে
যে ছেলেটা চড়তো বাবার কাঁধে
২৫ বছর পর সেই ছেলেটা
বদলে গেল কোন সে অপরাধে
পৃথিবীর কাছে প্রশ্ন রেখে
সেই বাবাটা ফিরছে আজও বাড়ি
বাবার কাঁধে ছেলের কফিন
কতটুকু ভারী . . .

বাবাই ছিল প্রিয় বন্ধু
অভিযোগ অভিমানে
বাবাই ছিল স্বপ্নপুরুষ
জীবনের অন্য মানে
সেই ছেলেটা বদলে গেল
২৫ বছর পরে
ভেঙ্গে দিয়ে স্বপ্ন বাবার
কোন সে মাতাল ঝড়ে

বড় হয়ে নিজের মত
অনেক পথের বাঁকে
কেউ জানে না ছেলেটা যে
কোথায় কেমন থাকে
বাবার শাসন ছিন্ন করে
স্বাধীন সর্বনাশে
কখন যেন জড়িয়ে গেল
নেশা আর সন্ত্রাসে

 

 

Related posts

Follow us on Instagram