তুমি আমার প্রিয় কবিতা
তুমি আমার নীল নির্জনতা
তুমি আমার এই হৃদয়ের বিশালতা
তুমি আমার চৈত্রের খরতা
তুমি আমার বৃষ্টির মুখরতা
তুমি আমার ইতিহাসের অজন্তা
কেন তুমি দুঃখ দিলে
কেন তুমি কাঁদালে
কেন তুমি ঘুম ভাঙালে অসময়ে
রাত জুড়ে কেন কষ্ট হলে
ব্যথাতেই স্পষ্ট হলে
এই আমি কেন নষ্ট হই তোমাতে
শূন্য এই ঘরে আমার কখনো মনে হয়
বিজয়ী এই হৃদয় আমার হয়ে গেছে পরাজয়
তুমি আমার স্বপ্নের বারতা
তুমি আমার রাত জাগা কবিতা
তুমি আমার বৃষ্টির উচ্ছলতা
তুমি আমার হৃদয়ের ব্যকুলতা
তুমি আমার না বলা কথা
তুমি আমার সময়ের সেই অস্থিরতা
আঁধারের কাছে আমার লুকানো অভিমান
কান্নার আঁচলেতে বিষাদের যত গান ……
তুমি আমার প্রিয় কবিতা
তুমি আমার নীল নির্জনতা
তুমি আমার এই হৃদয়ের বিশালতা
তুমি আমার চৈত্রের খরতা
তুমি আমার বৃষ্টির মুখরতা
তুমি আমার ইতিহাসের অজন্তা
কেন তুমি দুঃখ দিলে
কেন তুমি কাঁদালে
কেন তুমি ঘুম ভাঙালে অসময়ে
রাত জুড়ে কেন কষ্ট হলে
ব্যথাতেই স্পষ্ট হলে
এই আমি কেন নষ্ট হই তোমাতে ….
গীতিকবি: লতিফুল ইসলাম শিবলী