এই শহরে কোথায় কোন সুখবর নেই,
সবগুলো ট্রাফিক সিগন্যাল রাগে লাল হয়ে আছে
যেন আর কোনদিন ওগুলো সবুজ হবে না।
শহরের আকাশ দখল করে আছে ময়লাখোর কাক আর তীক্ষ্ণ নখ চিল
তাই নির্বাসিত কোকিল চড়ুই আর দোয়েলের গান শুনে
হঠাৎ চমকে উঠি,
পায়ের নিচে টের পাই কম্পন
সুয়ারেজ লাইন দিয়ে কে যেন অনুসরন করছে আমার প্রতিটি পদচিহ্ন,
বুকে মাথায় টের পাই তীক্ষ্ণ অদৃশ্য দৃষ্টির শীতলতা……
তুমি কোন কার্নিশে বসে আছো হে স্নাইপার ?
আমাকে মেরে কি লাভ
তারপর ও যদি বেঁচে থাকে আমার কবিতাগুলো !