Poems

ডানা

ডানা

তোমার কাছ থেকে কিছুই শিখলাম না পাখি।
তোমার সহিষ্ণু মৌনতা
ধ্যানমগ্নতা
বেপরোয়া নির্ভরতা যদি শিখে নিতে পারতাম
তবে নিশ্চিত আমার নাম হতো ‘পাহাড়’

নিপুণ বুননে যদি শিখে নিতাম
বাসা বানানোর কৌশল
তবে কি ঝড়ো বাতাসে তছনছ হই বারংবার –

এত কিছু থাকতে কেন যে তোমার কাছ থেকে
চেয়ে নিলাম ডানা

শূন্যে ওড়ার সাধ মেটাতে
শূন্য হয়ে গেলাম।

Related posts

Follow us on Instagram