Poems

ডাকাতি হয়ে যাচ্ছ প্রিয় স্বদেশ !

ডাকাতি হয়ে যাচ্ছ প্রিয় স্বদেশ !

যখন
লুটেরার হাতের ভয়ঙ্কর অস্ত্রের নাম ‘গণতন্ত্র’
তখন
কলম খাতা দাড়িকমা সেমিকলনগুলো কোথায় লুকাব আমি !
কোথায় তুলে রাখবো আমার প্রেমপত্রগুলোতে লিখা থরে থরে গোপন ইস্তেহার …

তুমি গাইবে বলে হে মৌসুমি পাখি
তোমার জন্য এবার লিখা হলনা নতুন কোন গান,
তাই এবার শূন্য হাতেই ফিরে যাও অন্য কোন শীতের দেশে,
শীতহীন এই উত্তপ্ত জনপদে আমরা সবাই বারুদ হয়ে আছি
ফিরে যাও পাখি ফিরে যাও ……

আমাদের গলা চেপে আসে ক্রোধে
আমাদের চোখ দাউ দাউ জ্বলে দ্রোহে
আমাদের গান সমস্বরে দেয়ালে আঘাত হানে
সেতো আমাদেরই হাত তর্জনি তোলা রেসকোর্স ময়দানে……
মৌনতা বাজে বেহালার কোন রাগে
চীৎকার করে ফুসে উঠবার আগে,
ফিরে যাও পাখি ফিরে যাও অন্য কোন শীতের দেশে…

এই কবিতা আর কিছু নয়
এক বেদনার সমাবেশ-
কী নিপুন কৌশলে তুমি
ডাকাতি হয়ে যাচ্ছ প্রিয় স্বদেশ ।

Related posts

Follow us on Instagram