Poems

ঠিক এই সময়ের কবিতা, তারিখটা মনে রেখ হে ইতিহাস

ঠিক এই সময়ের কবিতা, তারিখটা মনে রেখ হে ইতিহাস

ভীষণ রেগে আছি-
এর বেশি রাগালে
তোমার বিরুদ্ধে লিখে দিবো কবিতা,
তুমি সমূলে উৎখাত হয়ে যাবে ।

এই কবিতা কোন অক্ষমের অভিশাপ নয়-
এই কবিতা একটি প্রজাপতির ভিমরুল হওয়ার প্রার্থনা
আর তোমার রাষ্ট্র ক্ষমতা লোভের পশ্চাতে কাঁটা ভরা একটি গোলাপ ……

তোমার নির্লজ্জতায় নুয়ে যাচ্ছে আমার মাথা,
হে পাহাড়-
তুমি আমার মাথাটাকে হেট হতে দিওনা
খুঁটি হয়ে যাও, প্লিজ,
অথবা কোল পেতে গ্রহন কর আমাকে,
এই ক্ষুদ্রদের মাঝে তুমি ছাড়া
আমি আর কার কাছে যাবো ………

Related posts

Follow us on Instagram