Lyrics

জেল থেকে আমি বলছি

দিন রাত এখানেই থমকে গেছে
কনডেম সেলের পাথর দেয়ালে
প্রতি নি:শ্বাসে মৃত্যুর দিন আমি গুনছি
শোনো… জেল থেকে আমি বলছি ।।

কতদিন আকাশ দেখিনা আমি
দেখতে পারিনা চাঁদ তারা আর
বদ্ধভূমির এই সেল টা আমার স্মৃতির স্বপন হারাবার
তাই শেষ ক‌‌‌‌‌’টি দিন
তোমাকে ভাবি
বাতাসকে চুপি চুপি বলছি
শোনো জেল থেকে আমি বলছি ।।

জীবনের এই ক্ষনে ইচ্ছেগুলো
ডানা মেলে হয়ে গেছে অন্ধ
অবুঝ মনটা শুধু চায় যে নিতে
তোমার চুলের মৃদু গন্ধ
তোমার এই মুখ খানি বুকে ধরে
জীবন মৃত্যুর মাঝে দুলছি
শোনো… জেল থেকে আমি বলছি ।।

 


গীতিকবি: লতিফুল ইসলাম শিবলী

 

Related posts

Follow us on Instagram