Lyrics

চাঁদ মামা

মধ্যরাতে মাথার উপর
চাঁদটাকে একা পাই
চাঁদ ছাড়া যে আমার আর
অন্য কোনো মামা নাই

শুকতলি ক্ষয়ে গেছে
ছিড়ে গেছে জামা
একটা চাকরি হবে চাঁদ মামা
ও চাঁদ মামা একটা চাকরি হবে মামা

নিজের ছায়া নিজের কাছে
কেমন যেনো অচেনা লাগে
ছায়া যেনো অন্যমানুষ
চলে শুধু আমার আগে

শুকতলি ক্ষয়ে গেছে
ছিড়ে গেছে জামা
একটা চাকরি হবে চাঁদ মামা
ও চাঁদ মামা একটা চাকরি হবে মামা

পথে আমায় কেউ চিনেনা
অনেক লোকের অনেক ভীড়ে
আমার আশা কেঁদে মরে
অবহেলায় শুন্য নীড়ে

শুকতলি ক্ষয়ে গেছে
ছিড়ে গেছে জামা
একটা চাকরি হবে চাঁদ মামা
ও চাঁদ মামা একটা চাকরি হবে মামা


গীতিকবি: লতিফুল ইসলাম শিবলী

 

Related posts