News

গীতিকবির নাম বিভ্রাট, ইচ্ছাকৃত না ষড়যন্ত্র ?

গীতিকবির নাম বিভ্রাট, ইচ্ছাকৃত না ষড়যন্ত্র


নাম বিভ্রাটের ঘটনা এখানে হরহামেশাই ঘটছে। এই ত্রুটি ইচ্ছাকৃত নয় বরং ভুলবশত বা ছাপার সমস্যাজনিত কারণে হয়ে থাকে। তাই বিষয়টি নিয়ে কেউ তেমন মাথা ঘামায় না। তবে তরুণ গীতিকার কবির বকুল অনিচ্ছাকৃত এই ত্রুটি মেনে নিতে রাজি নন। প্রায়ই বিভিন্ন পত্র- পত্রিকায় বিষয়টি নিয়ে তার ক্ষোভ অভিমান ফলাও করে প্রকাশিত হয়। এভাবেই বকুলের লেখা গানের জায়গায় অন্যের নাম প্রকাশিত, প্রচারিত হওয়ার ঘটনা এখন সবারই জানা। বকুলের ধারণা তার সাফল্যে ঈর্ষান্বিত হয়েই অনেকে এই ষড়যন্ত্র করছে। তাই তার মাথাব্যথার শেষ নেই। নিজের ব্যাপারে যিনি এত সচেতন অন্যের ব্যাপারেও তিনি এমনি সচেতন হবেন এটাই স্বাভাবিক। ভুলবশত অন্যের গানের গীতিকার হিসেবে বকুলের নাম গেলে, পত্র-পত্রিকার মাধ্যমে এ ত্রুটি ধরিয়ে দেয়াই বকুলের উচিত। কিন্তু এখানেই নিয়মের ব্যত্যয় ঘটে। কখনো তাকে এ রিক্স নিতে দেখা যায়নি। এমনকি গত বছর বাজারে আসা আনন্দ আশ্রম শিরোনামের ক্যাসেট কাভারে লতিফুল ইসলাম শিবলীর লেখা হিট গানটির রচয়িতা হিসেবে বকুলের নাম ছাপা হয়। এতে কোথাও বকুলের কোনো ক্ষোভ বা অভিমান প্রকাশ পায়নি। অথচ উল্লিখিত ক্যাসেটের তত্ত্বাবধানে বকুল নিজেও জড়িত ছিলেন। তাহলে এ ভুল ইচ্ছাকৃত নাকি অনিচ্ছাকৃত এ প্রশ্ন অনেকের মনে।

১৬ জুন ১৯৯৭
আনন্দভুবন

Related posts