Lyrics

কত কষ্টে আছি

কখনও কোন পথের মাঝে
দেখা হয়ে যায় যদি
জানতে চেওনা আমি কেমন আছি
আমাকে দেখে তুমি বুঝে নিও
কত কষ্টে আছি
কত কষ্টে আছি
কত কষ্টে কষ্টে

এই চোখের জলে সাগরটা ব্যাথা পেয়ে
হয়ে গেছে বড় বেশি লোনা,
রক্তক্ষরণে বুকটাতে এত ক্ষত জমে গেছে
এই বুকটাকে আর যায়না যে চেনা।
কত কষ্টে আছি
কত কষ্টে আছি
কত কষ্টে কষ্টে

ঝড়ো বাতাসে মোম
জ্বলে জ্বলে শেষ হয়ে যায়
বাঁচার পথটি তবু
খুঁজে নিতে চায়।
আমার এ দু চোখ শুধু
আঁধারের রুপ দেখে
নি:শেষ হয়ে শেষ খুঁজে
তুমি কোথায়।
কত কষ্টে আছি
কত কষ্টে আছি
কত কষ্টে কষ্টে।

 


গীতিকবি: লতিফুল ইসলাম শিবলী

 

Related posts

Follow us on Instagram