Poems

আমার রূপকথার জীবন

আমার রূপকথার জীবন

আমার রূপকথার জীবন
আমাকে দেখতে দেয়নি ঝড়ে পড়া শিশিরের স্নিগ্ধতার-
কোন্ অতলে লুকিয়ে থাকে কান্না…….
আমাকে শুনতে দেয়নি বসন্তের ঝড়ে পড়া শুকনো পাতাদের গভীর দীর্ঘশ্বাস।
প্রভু, আমার চোখ কান আর হৃদয়টা তুমি দিয়েছ খুলে,
আমি এখন বুঝে গেছি পরাজিতের হাসি আর বিজেতার কান্নার রহস্য।
তবু আমার এত কষ্ট হচ্ছে কেন !
কেন এত কষ্ট হয় ! পর্বতের চূড়া থেকে দেখা এ আমার পৃথিবী,
তার রূপালী রাতের ছায়ায় লুকানো আততায়ীর তীক্ষ্ণ ছুরির খবর
আমার জানা ছিল না। আমার জানা ছিল না
সবুজ বনভূমির অন্তরালে লুকিয়েছিল এক কাঁটা ভরা উদ্যান।
আমি ক্ষত-বিক্ষত হতে হতে এখন রক্তশূন্য সাদা গোলাপ………
আমি আর পারিনা প্রভূ!
আমার এত কষ্ট হচ্ছে কেন……
কেন এত কষ্ট হয় !

Related posts

Follow us on Instagram