Poems

মহিমান্বিত মৃত্যু চাই

মহিমান্বিত মৃত্যু চাই

চলে যাবো
তবে জানান দিয়ে যাব –
অন্য সবার মতো সাদামাটাভাবে যেতে চাই না
দেশ ও মানুষকে ভালোবাসতে-বাসতে একদিন
আমার অনেক অপরাধ জমা হয়ে যাবে
তখন সভ্যতার ধারাবাহিক কল্যাণে ওরা দণ্ডাদেশ দেবে
প্রকাশ্য দৃষ্টান্তমূলক শাস্তির;
স্থান হিসেবে বেছে নেওয়া হবে
ফার্মগেটের ওভার ব্রিজ।

রাজপথ উপচে লাইট পোস্টের মাথায়
অট্টালিকার ছাদে ছাদে গাছের ডালে
লক্ষ মানুষের ভিড়
জল্পনা-কল্পনা মুহূর্তে থেমে যাবে
প্রিজন ভ্যানের আগমনে;
নিশ্চুপ লোকারণ্যে কোথাও কোনো মায়ের কোলে
কেঁদে উঠবে একটা শিশু –
তার কান্না নিস্তব্ধতাকে আরও বেশি কাতর করে তুলবে।

মার্কিন কারবাইন হাতে বোকা বোকা স্মার্ট সৈনিকদের
বেষ্টনি দেখে আমার খুব হাসি পাবে,
কারও কোনো সাহায্য ছাড়াই আমি দৃপ্ত পায়ে
তরতর করে উঠে যাব ব্রিজের মাথায়

বিজয়ীর গলায় মেডেল তুলে দেওয়ার মতো করে আমাকে
পরিয়ে দেবে ফাঁসির রজ্জু
আমার শেষ ইচ্ছের প্রতি শ্রদ্ধা জানিয়ে
বাঁধবে না আমার চোখ
তার বদলে ওরা বেঁধে দেবে আমার মুখ;
আমাকে কিছুই বলতে দেবে না শুধু দেখতে দেবে-

অগণিত চোখের দিকে তাকিয়ে আমার সে চোখ
খুঁজে ফিরবে কাকে যেন
আমি জানি না সে কে
জানি না সে কোথায়,
আমার শেষ গন্তব্যের পথ ওই বোবা আকাশ জানে-
কবি এবং প্রেমিকের মৃত্যু নেই;
আমার একবার চলে যাওয়া মানেই
আমার বারবার ফিরে আসা
আমার একবার নিভে যাওয়া মানেই
আমার বারবার জ্বলে উঠা

হঠাৎ একটি ধাক্কা
শূন্যতায় একটি মাপা পতন;
ব্যাস!
আমি তখন ঘড়ির পেন্ডুলাম
ক্যাঁচ ক্যাঁচ ক্যাঁচ
বাতাসে দোলা ঘড়ির পেন্ডুলাম
ক্যাঁচ ক্যাঁচ
ঘড়ির পেন্ডুলাম
ক্যাঁচ ক্যাঁচ ………

তামাশা শেষে বাড়ি ফেরা নগরবাসী
আমার মৃতদেহ দেখে
সেদিন একবাক্যে স্বীকার করবে
মৃত্যুই স্রষ্টার
শ্রেষ্ঠ সুন্দর শিল্প।

Related posts